পুলিশের গাড়িতে ঢুকে কাগজপত্র খেয়ে নিল ছাগল, দেখুন সেই ভাইরাল ভিডিও
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩১
জর্জিয়ার ডগলাস কাউন্টি শেরিফের অফিসের একজন ডেপুটির সঙ্গে ঘটে গেল এক উদ্ভট ঘটনা । ডিউটিতে থাকাকালীন তার সঙ্গে যে এমন ঘটনা ঘটবে তা তিনি কল্পনাও করতে পারেননি ৷ কিন্তু বাস্তবে তেমনটাই হল ৷
ডগলাস কাউন্টি শেরিফ অফিসের একটি ফেসবুক পোস্ট অনুসারে, ওই পুলিশ অফিসার কিছু কাগজপত্র দিতে একটি বাড়িতে গিয়েছিলেন। তিনি ফিরে এসে দেখেন যে একটি ছাগল তার গাড়িতে উঠে বসেছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র গপ গপ করে খেয়ে ফেলছে !
এই দৃশ্য দেখে রীতিমতো হতভম্ব হয়ে যান তিনি।
শেরিফের অফিস সূত্রে জানা গিয়েছে , "ডেপুটি বলেছেন যে তিনি প্রতিদিন যে সংখ্যক বাড়িগুলিতে যান এবং প্রায় নিয়মিতই নিজের গাড়ির দরজা খুলে রেখে দেন ৷ কারণ সেই বাড়িগুলিতে বেশ কিছু কুকুর তাকে এর আগেও সমস্যায় ফেলেছিল ৷’’
সাধারণত তিনি গাড়িটি তাই ওইভাবেই রাখেন।
ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ডেপুটি ছাগলের কাছ থেকে কাগজপত্র উদ্ধার করার চেষ্টা করছেন কিন্তু ছাগল কিছুতেই ছাড়তে চাইছে না । ছাগলটিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু ছাগল আর সরছে না। এমনকী, ওই মুহূর্তে দুটি কুকুর এসেও হাজির হয় এবং ঘেউ ঘেউ করতে শুরু করে।
মুহূর্তের মধ্যে ফেসবুকে এই পোস্ট ভাইরাল হয়ে যায় ৷ নিউজ ১৮